সূচকের উত্থান, লেনদেন বেড়েছে

১৮ জানুয়ারী ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে।দেখা গেছে সব সূচকের ইতিবাচক প্রবণতা।  আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৭৯ কোটি ৯৩ লাখ টাকা। অন্যদিকে একই ধরণের চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ।

শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫২টির এবং বাকি ৫৪টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে সাত হাজার ৫৫ দশমিক ২৭ পয়েন্টে, ডিএসইএস তিন পয়েন্ট বেড়ে এক হাজার ৫০৫ পয়েন্টে ও ডিএস-৩০  ৯ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬০৭ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় এক হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫০৬ কোটি ৮০ লাখ টাকা।

সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে নাম লেখায় বাংলাদেশ শিপিং করপোরেশন- ১৩১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেন হওয়া ৩০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১২৪টির এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৫০ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪০৪ দশমিক ৫২ পয়েন্টে এবং সিএএসপিআই ৮৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫০ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৪৫ কোটি ২১ লাখ টাকার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসেবে  লেনদেন বেড়েছে দুই কোটি ৭৭ লাখ টাকা।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর