আটঘরিয়ায় ১০ দিনব্যাপী বিনামূল্যে পিপিআর টিকাদান শুরু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩

পাবনার আটঘরিয়া উপজেলায় ১০ দিনব্যাপী পিপিআর টিকাদান শুরু হয়েছে। গবাদিপশু ছাগল ভেড়াকে পিপিআর রোগ থেকে  নিরাপদ রাখতে বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে।

উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারি হাসপাতাল এ ক্যাম্পেইনের আয়োজন করেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইউএনও মো: নাহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা ভেটেরিনারি অফিসার সেলিম হোসেন, আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার আকলিমা খাতুন।

প্রসঙ্গত, মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদফতরের অধীনে পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হচ্ছে সারা দেশে।

 

বিডি/আফতাব হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর