পাবনার আটঘরিয়া উপজেলায় ১০ দিনব্যাপী পিপিআর টিকাদান শুরু হয়েছে। গবাদিপশু ছাগল ও ভেড়াকে পিপিআর রোগ থেকে নিরাপদ রাখতে বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে।
উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এ ক্যাম্পেইনের আয়োজন করেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইউএনও মো: নাহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা ভেটেরিনারি অফিসার সেলিম হোসেন, আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার আকলিমা খাতুন।
প্রসঙ্গত, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদফতরের অধীনে পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হচ্ছে সারা দেশে।
বিডি/আফতাব হোসেন/সি/এমকে