মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু হচ্ছে রোববার (১ অক্টোবর)। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে মাঠ প্রশাসনকে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার উপযোগী হিসেবে গড়ে তুলবে নির্বাচন কমিশন (ইসি)।
দেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের প্রশিক্ষণ এবারই প্রথম। এর আগে তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের একদিনের ব্রিফিং দেওয়া হতো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণে নির্বাচনি আইন ও বিধির সংশোধনী এবং হালনাগাদ তথ্য অবহিত করা ছাড়াও নির্বাচন সংক্রান্ত সার্বিক নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলা পর্যায়ের এক হাজার ১৪ জন কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৪৯২ জন ইউএনও এবং ৫২২ জন নির্বাচন কর্মকর্তা রয়েছেন। ৪১টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ২৫ জন থাকবে প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ চলবে ২ নভেম্বর পর্যন্ত। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এ প্রশিক্ষণ দেওয়া হবে।
শুরুর দিনে চারটি ব্যাচে একশ' ইউএনওকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি ব্যাচকে দু‘দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। ইউএনও এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর ৯টি ব্যাচে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
জাতীয় সংসদ নির্বাচনে ডিসি রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ডিআইজি ও পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বড় অংশই আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবেন ধরে নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেছে ইসি।
বিডি/এন/এমকে