মন্তব্য
লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে আগুনে প্রায় ৬৫ টি দোকান পুড়ে গেছে। রোববার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। আগুনে ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন জানান, ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। পুড়ে যাওয়া দোকান ঘরের মধ্যে ৫৫টি পৌরসভার, বাকিগুলো পার্শ্ববর্তী ব্যক্তি মালিকাধীন। পিআইও অফিসের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
আরআইকে/এমকে