মন্তব্য
সিলেটে ট্রেনে কাটা পড়ে টিপু আহমদ (২৮) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
টিপু নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মৃত আমজদ মিয়ার ছেলে। সিলেট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শাফিউল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়েন ওই ব্যক্তি। ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি/সাকিব আল মামুন/সি/এমকে