গুরুদাসপুরে পিপিআর টিকাদানের লক্ষ্যমাত্রা এক লাখ ছাগল-ভেড়া

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩

নাটোরের গুরুদাসপুরে এক লাখ দশ হাজার ৬৩০টি ছাগল ভেড়ারকে পিপিআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার( অক্টোবর) দুপুরে ৯ দিনব্যাপী এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন  করেন স্থানীয় সংসদ সদস্য ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

সরকারের পিপিআর ক্ষুরা রোগ নির্মূল প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল উপজেলায় ক্যাম্পেইন বাস্তবায়ন করছে।

ক্যাম্পেইন উদ্বোধনের সময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায়, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসান আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়ন একটি পৌরসভায় - অক্টোবর পর্যন্ত চলবে ক্যাম্পেইন। প্রতিটি ইউনিয়নে ১৮টি ওয়ার্ডে /৪টি ক্যাম্প হবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, পিপিআর রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। আক্রান্ত গবাদিপশু পাঁচ থেকে দশ দিনের মধ্যে মারা যেতে পারে। তাই টিকার সুফল গ্রহণ করতে খামারিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

 

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর