বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে আইনে শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছে, সেই আইন অনুযায়ী তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। তাছাড়া ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তাকে যে মুক্তি দেওয়া হয়েছে, সেটা বাতিলের নজির এখন পর্যন্ত উপমহাদেশে নেই।
রোববার (১ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে তার ভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ বিষয়ে আইনি মতামতের জন্য আবেদনের দুদিনের মাথায় আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আইন মন্ত্রণালয় থেকে দেওয়া মতামতে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার বিষয়ে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে আইনি মতামত চাওয়া হয়ে। সেখানে আমরা মতামত পাঠিয়েছি। মন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় কোনো দরখাস্ত একবার নিষ্পত্তি হলে সেই দরখাস্তের বিষয় পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আইনে থাকে না।
আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এর আগে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে ২০২০ সালে মার্চ মাসে খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সেই আবেদনটি নিষ্পত্তিও করা হয়েছিল।
বিডি/আরডি/এমকে