গেল সেপ্টেম্বরে দেশে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রেমিট্যান্সের এ অঙ্ক গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে ২০২০ সালের এপ্রিলে ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যাসন্স এসেছিল দেশে। গত সেপ্টেম্বরে আসা রেমিট্যান্সকে বাংলাদেশি মুদ্রায় (এক টাকা সমান ১০৯ দশমিক ৫০ টাকা ধরে) বিনিময় করলে টাকার অঙ্ক দাঁড়ায় ১৪ হাজার ৭১৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে দেশে ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। রেমিট্যান্সের এ অঙ্কও ছিল তার আগের ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। আগস্টের তুলনায় ২৫ কোটি ৪৫৮ লাখ ডলার রেমিট্যান্স কমেছে সেপ্টেম্বর মাসে।
গত সেপ্টেম্বরের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫১ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৮ কোটি ৪৮ লাখ ৪০ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ ৬০ হাজার ডলার এসেছে।
বিডি/ই/এমকে