সাতক্ষীরায় পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়া এক ব্যক্তির ব্যাগ থেকে ২৫৫ গ্রাম হেরোইন ও ১৫০০ পিস ইয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহরের রসুলপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া ওই ব্যক্তি আব্দুল হালিম ওরফে মাস্টার হালিম নামে একজন মাদকের গডফাদার মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে রসুলপুর দুর্গা মন্দিরের পিছনে অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। ওই সময় অজ্ঞাতনামা একজন ১টি ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সেই ব্যাগের মধ্যে থাকা ২৫৫ গ্রাম হেরোইন, ১৫শ’ পিস ইয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় আব্দুল হালিমের বিরূদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে