চট্টগ্রাম সংবাদদাতা
চট্রগ্রাম নগরীতে পৃথক স্থান থেকে নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ মার্চ) বাকলিয়ার ইসহাকপুলের একটি অফিস ও চন্দ্রনগর নাছির ভবন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
লাশ দুটি হচ্ছে- রায়হান হোসেন রাকিব (২৫) ও ফারজানা আক্তারের(২৭)। রায়হান হোসেন বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ডের বশির আহমেদ সরদার বাড়ির মৃত নুরুল আলমের ছেলে। আর ফারজানা আক্তার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালামদার মন্ডল পাড়া পুলিশ বাড়ির মাসুদ রানার স্ত্রী। লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া বলেন, অফিসে ফ্যানের সঙ্গে ঝুলছিল রায়হান হোসেন রাকিব। রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাছির ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল ফারজানা আক্তার। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার আগে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল তার।
এই দুই ঘটনায় বাকলিয়া ও বায়েজিদ থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। তাদের হত্যা করা হয়েছে, না-কি তারা আত্মহত্যা করেছে, সেটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে জানালেন উভয় থানার অফিসার ইনচার্জ (ওসি)।
ডিকেটি/এমকে