মন্তব্য
মেক্সিকোয় সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ নামের একটি গির্জার ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন।ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অন্তত ২০ জন। দেশটির স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) তামাউলিপাস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি
তামাউলিপাস প্রদেশের পুলিশ জানায়, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। শখানেক লোক ছিলেন সেখানে। এ দুর্ঘটনায় অন্তত ৪৯ জনকে হাসপাতালে নেওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আটকেপড়াদের মধ্যে বেশকটি শিশু থাকতে পারে। আটকা পড়া সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি/আই/ এমকে