সাতক্ষীরায় নিজের পেতে রাখা ফাঁদে কৃষকের প্রাণহানি

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩

সাতক্ষীরার আশাশুনিতে ইঁদুর নিধনের জন্য নিজের তৈরি করা ঝুঁকিপূর্ণ বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তুষার কান্তি মন্ডল (৪০) নামে এক কৃষক মারা গেছে। রোববার ( অক্টোবর) রাতে উপজেলার বেগুন খালি গ্রামের একটি সবজি খেতে দুর্ঘটনা ঘটে।

তুষার কান্তি মন্ডল একই এলাকার দুলাল চন্দ্র মন্ডলের ছেলে। বড়দল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রসেনজিৎ মন্ডল জানান, তুষারের বাড়ির পাশে একটি সবজি খেত রয়েছে। সম্প্রতি ইঁদুরের উপদ্রব বেড়ে যায় সেখানে। তাই ইঁদুর নিধন ঝুঁকিপূর্ণ বিদ্যুতের ফাঁদ তৈরি করেন। রোববার রাত সাড়ে আটটার দিকে  সেই খেত দেখার সময় অসাবধানতাবশত ফাঁদের বিদ্যুতে বিদ্যুতায়িত হন তিনি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার  অধিকারী জানান, অভিযোগ না থাকায় মৃতদেহ সৎকার করার  অনুমতি দেওয়া হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর