ভোমরায় আমদানি ও রফতানি বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩

সোমবার (২ অক্টোবর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে অবাধে পাসপোর্ট ধারী যাত্রীরা পারাপার হতে পারছেন। মঙ্গলবার থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে বলে জানিয়েছে ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষ।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন উদযাপন উপলক্ষে  ভারতে জাতীয় ছুটি  ঘোষনা করা হয়েছে। সে কারণে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সরকারি অফিস ছুটি রয়েছে। ফলে সোমবার ভোমরা স্থলবন্দরের কোন কার্যক্রম চলছে না।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর