ফের এলপি গ্যাসের দাম সমন্বয়, দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৩

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত দরে গ্যাসের দাম বেড়েছে।  বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ৭৯ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার ( অক্টোবর) রাজধানী ঢাকার টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে দাম সমন্বয় করার কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সমন্বিত দরে বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) প্রতি কেজির মূল্য ১১৩ টাকা ৬১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির মূল্য প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা বেঁধে দেওয়া হয়েছে। একইভাবে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৩৬৩ টাকা, সাড়ে ৫ কেজি ৬২৫ টাকা,  সাড়ে ১২ কেজি  ১ হাজার ৪২০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৭০৪ টাকা, ১ হাজার ৬ কেজি ১৮১৮ টাকা, ১৮ কেজি ২ হাজার ৪৫ টাকা, ২০ কেজি ২ হাজার ২৭২ টাকা, ২২ কেজি ২ হাজার ৫০০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৮৪০ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৪০৮ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৭৪৯ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৯৭৬ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর