ডিএমপির অনুমতি ছাড়া ঢাকায় সভা-সমাবেশ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অধ্যাদেশ অনুযায়ী ডিএমপি এলাকায় সভা সমাবেশ করতে হলে ডিএমপির অনুমতি লাগবে। অনুমতি ছাড়া  যত বড় রাজনীতিক দলই হোক না কেন  সভা-সমাবেশ করতে পারবে না।

সোমবার ( অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারেমিট দ্যা প্রেস’- সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান ডিএমপির নতুন কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘সভা-সমাবেশ হবে এবং সেটা অনুমতি নিয়ে।‘

ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির অনুমতি ছাড়া কোনো সংগঠন মিছিল-মিটিং, সভা-সমাবেশ করতে চাইলে ডিএমপির যে কোনো ইউনিট আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর