মন্তব্য
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অধ্যাদেশ অনুযায়ী ডিএমপি এলাকায় সভা সমাবেশ করতে হলে ডিএমপির অনুমতি লাগবে। অনুমতি ছাড়া যত বড় রাজনীতিক দলই হোক না কেন সভা-সমাবেশ করতে পারবে না।
সোমবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে ‘মিট দ্যা প্রেস’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান ডিএমপির নতুন কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘সভা-সমাবেশ হবে এবং সেটা অনুমতি নিয়ে।‘
ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির অনুমতি ছাড়া কোনো সংগঠন মিছিল-মিটিং, সভা-সমাবেশ করতে চাইলে ডিএমপির যে কোনো ইউনিট আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।
বিডি/আরডি/এমকে