নওগাঁয় কর্মবিরতিতে ইন্টার্ন নার্সরা

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩

বেতন-ভাতার দাবিতে নওগাঁয় কর্মবিরতি পালন করছেন ডিপ্লামা ইন্টার্ন নার্স মিডওয়াফাইরা। রোববার (১ অক্টোবর) থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এতে হাসপাতালের ভর্তি হওয়া রোগীরা সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সোমবার (২ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালনকালে সকাল ১০টায় সদর হাসপাতালের সামনে জড়ো হন আন্দোলনকারী নার্সরা। এ সময় তারা প্লেকার্ড হাতে নিয়ে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দেন।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদীডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারিকোর্স সম্পন্ন করে সদর হাসপাতাল ইন্টার্ন নার্স হিসেবে কাজ করছেন তারা। নিয়মানুযায়ী কেবল ইন্টার্ন ভাতা পান। কিন্তু দিনভর অক্লান্ত শ্রম দিয়ে নিয়মিত কাজ করেও কোন বেতন-ভাতা পাচ্ছি না। তাই বেতন-ভাতার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন তারা।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর