পঞ্চগড় পৌর শহরে ৪ বিঘা আয়তনের ঘেরের জাল কেটে মাছ লুট করা হয়েছে। এমন অভিযোগ এনে রোববার (১ অক্টোবর) পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কামাতপাড়া এলাকার আলী আহম্মদ নামে এক মৎস্যচাষী।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে ৪ বিঘা জমিতে মৎস্য খামার গড়ে তোলেন আলী আহম্মদ। শুরু থেকেই দূর্বৃত্তরা ঘেরের ক্ষতি ও মাছ চাষ ব্যাহত করতে তৎপর রয়েছে। কখনও বিদ্যুতের তার চুরি, কখনও গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ নিধন করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মৎস্য খামারের আশেপাশে অনেকে মাছ ধরতে আসে। খামারের পশ্চিম দিক বাঁশের বেড়ার সাথে জাল দিয়ে ঘেরা ছিল। কিন্তু কে বা কারা ক্ষতি করার উদ্দেশ্য জাল কেটে দেয়। এতে অসংখ্য মাছ বের হয়ে যায়।
মৎস্য চাষী আলী আহম্মদ জানান, মাছের ঘেরের জাল কেটে দেওয়ায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে