সাতক্ষীরায় দূর্গাপূজার প্রস্তুতিমুলক সভা

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩

সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-  অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম, মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা  পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ কুমার সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী প্রমুখ।

সভায় জানানো হয়, এ বছর  জেলায় ৬০৫ পুজা মন্ডবে এ পুজা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মন্ডবে আনসার, পুলিশ মিলিয়ে পর্যাপ্ত  নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করে দর্শণার্থীদের মন্ডপে ঢোকানোর নির্দেশনা দেওয়া হয়। মন্ডপে মন্ডপে স্বেচ্ছাসেবক রাখার কথাও বলা হয়েছে।

জেলা পুজা উদযাপন পরিষদের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ জানান, ১৪ অক্টোবর মহালয়ার মাধ্যমে মা দুর্গার মর্তে আগমন ঘটবে। ২০ অক্টোবর মহাষ্ঠষী ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয়া দুর্গাপুজার সমাপ্তি ঘটবে।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর বলেন- পূজায় যাতে কোন অঘটন না ঘটে, সে জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেইসবুকে পুজা ঘিরে যে কোনো স্টাটাস দেখে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সবাইকে।

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর