ঊর্ধ্বমূখী শনাক্ত, থেমে নেই মৃত্যু

১৪ মার্চ ২০২১

কয়েক দিন ধরেই দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে, শনাক্ত হচ্ছে হাজারের
বেশি মানুষ।সেই সঙ্গে থেমে নেই করোনা রোগীর মৃত্যুও।গত ২৪ ঘণ্টায় নমুনা
পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৪ জনের। মারা গেছেন ১২ জন করোনা রোগী।
শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে শনাক্ত ও মৃত্যুর এই তথ্য পাওয়া
গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জনের।
এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫২৭ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন। এখন
পর্যন্ত ৪২ লাখ ৪৮ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ০৯।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৩৮ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৭৯টি,
অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২০৬টি। শনাক্তের হার ৬ দশমিক
২৬। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং বাকিরা নারী। তাদের সবাই ঢাকা বিভাগের এবং
হাসপাতালে মারা গেছেন।
এমকে


মন্তব্য
জেলার খবর