ঢাকায় চাকরি দিচ্ছে জাতিসংঘের ডব্লিউএফপি

International
০৩ অক্টোবর ২০২৩

জাতিসংঘের খাদ্যসহায়তা-সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফুড টেকনোলজিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। শুধু বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রার্থীর খাদ্য প্রযুক্তি, স্বাস্থ্য বিজ্ঞান, খাদ্য নিয়ন্ত্রণ, পুষ্টি বা অন্যান্য বিষয়ে ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাদার অভিজ্ঞতাসহ সাপ্লাই চেইন/লজিস্টিকস বিষয়ে অভিজ্ঞতা। অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ৭ বছর।

চাকরির কর্মস্থল হবে ঢাকা। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও পেনশন, ছুটি এবং চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

 আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এ লিংকে প্রবেশ করুন। আবেদনের শেষ সময় আগামী ১০ অক্টোবর ২০২৩।

 


মন্তব্য
জেলার খবর