মন্তব্য
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনঃবহালের দাবিতে পাবনার আটঘরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সিদ্ধান্তের অংশ হিসেবে স্মারকলিপিটি দেওয়া হয়।
স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম ফখরুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শফিউল্লাহ, সাধারণ সম্পাদক জুলফিকার হায়দর জুলি, বীর মুক্তিযোদ্ধা সন্তান বুলবুল আহমেদ, মানিক হোসেন, রিপন হোসেন, আমির খুশরু প্রমুখ।
বিডি/আফতাব হোসেন/সি/এমকে