ব্যবসায়ীরা সিণ্ডিকেটের আশ্রয় নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৩

দেশে বাজার ব্যবস্থাপনা অস্থিতিশীল করতে সিণ্ডিকেটের আশ্রয় নিচ্ছে ব্যবসায়ীরা। এ ধরণের ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সরকার। তাদেরকে প্রতিহত করতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।

মঙ্গলবার ( অক্টোবর) বিএজেএফ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান এসব কথা বলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দীন নাছিম। রাজধানী ঢাকার সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হয়।

মুনাফাখোরদের দুর্বৃত্ত আখ্যায়িত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, এগুলো এক ধরনের দস্যুতা। এরা দেশের শত্রু। দেশ গোল্লায় গেলেও এরা কিছু ভাবে না।  কৃষিখাতের কি ধরণের সংকট রয়েছে, সেটা তুলে ধরতে সাংবাদিকদের আহবান  জানান এ সময় বাহাউদ্দীন নাছিম।

বিএজেএফ' সভাপতি গোলাম ইফতেখার মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর