দেশের বাজারে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দামের কোনো পরিবর্তন হয়নি। দাম যথারীতি আগের মতোই রয়েছে। ডিলার পর্যায়ে তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) ডিলার পর্যায়ে জ্বালানি তেলের কমিশন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ। এ প্রজ্ঞাপন থেকেই এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মূল্য সমন্বয়ের পর ডিলার পর্যায়ে লিটার প্রতি দাম ডিজেলে ১০১ টাকা ৪৪ পয়সা, কেরোসিন ১০২ টাকা ৩১ পয়সা, অকটেন মূসকসহ ১১৯ টাকা ৬২ পয়সা এবং পেট্রোল ১১৪ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ দরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তার অধীনে থাকা কোম্পানিগুলোকে তেল বিক্রি করতে বলেছে।
প্রজ্ঞাপন জারির আগে ডিজেল ৮৮ টাকা ২১ পয়সা, কেরোসিন ৮৮ টাকা ৯৭ পয়সা, অকটেন ১৩০ টাকা আর পেট্রোল ১২৫ টাকা নির্ধারিত ছিল।
বিডি/এন/এমকে