ড. ইউনূসকে দুদকে তলব

রবি
০৩ অক্টোবর ২০২৩

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের শান্তিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশী ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তিনিসহ মোট ১৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।

 

মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে তোদরে তলব করা হয়।

 

চলতি বছরের মে মাসে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার বাদি হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

 

এতে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসানসহ পাঁচ পরিচালকও।

 

আরআই


মন্তব্য
জেলার খবর