মন্তব্য
অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের শান্তিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশী ড.
মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তিনিসহ মোট ১৩ জনকে তলব করেছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার তাদের দুদকে হাজির হতে বলা
হয়েছে।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে
তোদরে তলব করা হয়।
চলতি বছরের মে মাসে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার বাদি হয়ে ঢাকার সমন্বিত
জেলা কার্যালয়ে মামলাটি করেন।
এতে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ
৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন গ্রামীণ
টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসানসহ পাঁচ পরিচালকও।
আরআই