ডোমারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ ও ক্রেস্ট বিতরণ

নীলফামারী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৩

নীলফামারীর ডোমারে সোনারায় উচ্চ বিদ্যালয়ের ৮ম-১০শ্রেণী মিলে মেধাবী পাঁচ শিক্ষার্থীকে নগদ অর্থ ক্রেস্ট দেওয়া হয়েছে হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) বিদ্যালয়টির মিলনায়তনে এ অর্থ ও ক্রেস্ট বিতরণ করেন .এন ফাউন্ডেশনের নেতারা।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রমণী কান্ত রায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- সোনারায় ইউপি চেয়ারম্যান ফিরোজ চৌধুরী, এ.এন ফাউন্ডেনের সভাপতি এবং নীলফামারী সরকারী কলেজের প্রভাষক সোলায়মান আলী, সোনারায় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলার রহমান, সৃষ্টি ফাউন্ডেশন স্টার ফুড এর ব্যবস্থাপক শফিকুল গনি স্বপন প্রমুখ।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর