বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতায় দেশে প্রিপেইড মিটারের সম্প্রসারণ
দ্রুত হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বলেছেন, যতই বাধা আসুক প্রিপেইড মিটার লাগাবোই। শনিবার (১৩ মার্চ) ফোরাম ফর এনার্জি
রিপোর্টার্স (এফইআরবি) আয়োজিত ওয়েবিনারে এই কথা বলেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, গ্রাহকরা প্রিপেইড মিটার চাইলেও বিতরণ কোম্পানির
প্রতিনিধিরা সেটা করতে দিচ্ছেন না। তারা নানাভাবে এই কাজে প্রতিবন্ধকতা তৈরি করছেন।
এখন বলছেন- এই মিটারের দাম বেশি, তারা লাগাবে না। গত সাত বছরে তিন কোটি ৮০ লাখ
বিদ্যুৎ গ্রাহকের মধ্যে মাত্র ২০ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়েছে বলেও
জানান তিনি।
নসরুল হামিদ বলেন, রাজউকের প্ল্যানের বাইরে গিয়ে কেউ ভবন নির্মাণ করলে তাদের বিদ্যুৎ
সরবরাহ করা হবে না। অনেক এলাকাতেই বাণিজ্যিক ভবন করার অনুমতি নেই। কিন্তু সেখানে
বাড়ির নিচে দোকান কিম্বা রেস্টুরেন্ট করা হয়েছে। এতে করে নিম্নচাপ বিদ্যুৎ সংযোগের
পাশাপাশি উচ্চচাপ বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছে। এজন্য গ্রহকদের দায়িত্বশীল আচরণ করার
আহবান জানান মন্ত্রী।
রাজধানীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূগর্ভস্থ বিতরণ লাইন শীর্ষক ওয়েবিনারটির আয়োজন
করে জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন এফইআরবি। সভাপতিত্বে করেন সংগঠনের
চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক অরুণ কর্মকার।
এমকে