ধর্মশালায় দলের সাথে যাননি সাকিব

International
০৩ অক্টোবর ২০২৩

একটি হার একটি জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ ক্রিকেট দল। এবার শুরু হবে বিশ্বকাপের মূলপর্ব। পরবর্তী পর্বে অংশ নিতে ধর্মশালায় পৌঁছেছে টাইগাররা। তবে দলের সাথে যাননি অধিনায়ক সাকিব আল হাসান।

 

এদিকে বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শঙ্কা রয়েছে। তবে বিশ্ব আসরের আগে 'ক্যাপ্টেন্স মিট' নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সাথে ধর্মশালায় যেতে পারেননি সাকিব।

 

বিশ্বকাপের আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা রয়েছে 'ক্যাপ্টেন্স মিট' অনুষ্ঠানটি। সেখানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। অন্য সবার মতো যোগ দেবেন সাকিবও। এ অনুষ্ঠান শেষে ধর্মশালায় দলের সাথে যোগ দেবেন টাইগার অধিনায়ক। 

 

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর