১০ বছর আগেই তিস্তা চুক্তি সই হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

১৪ মার্চ ২০২১

১০ বছর আগে তিস্তা চুক্তির পাতায় পাতায় সই হয়েছে। কিন্তু বাস্তবায়ন হয়নি, কী কারণে
বাস্তবায়ন হয়নি সেটা সবার-ই জানা।শনিবার (১৩ মার্চ) নিজ দফতরে সাংবাদিকদের
এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার আমাদের বার বার বলছে- আগে যে চুক্তিটা হয়েছে, সেটিকে
তারা সম্মান করবে। তারা এটি গ্রহণ করে এবং তার থেকে কোনও ব্যত্যয় হয়নি। ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রসঙ্গে বলেন, উনার আগমনের প্রধান কারণ হচ্ছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব।
মন্ত্রী আব্দুল মোমেন জানান, ভারতের সঙ্গে ইস্যুগুলো কী তা আমরা জানি এবং তারা কতদূর
করতে পারবে সেটি আমরা জানি ও তারাও জানে।ভারতের সঙ্গে আমাদের প্রতিদিন আলোচনা
হয়। এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে এবং মোটামুটি সম্মত হয়েছে, সেটা যেন বলবৎ থাকে এবং
বাস্তবায়নে কোনও অসুবিধা না হয়, তার জন্য হয়তো প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তুলে ধরতে
পারেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে।
এমকে


মন্তব্য
জেলার খবর