বিদেশ যেতে খালেদার সামনে একটাই পথ খোলা

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৩

স্থায়ী মুক্তি এবং চিকিৎসা সেবার জন্য বিদেশে যেতে হলে সংবিধান আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে একটাই পথ খোলা আছে। পথটা হচ্ছে- দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।

বুধবার ( অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা সাংবিধানিক অধিকার- রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে নিজের সাজা মাফের জন্য যে কেউ আবেদন করতে পারেন।

দেশে এখন আইনের শাসন আছে উল্লেখ করে মন্ত্রী আনিসুল হক বলেন, সবকিছু আইনের বলয়ে রেখে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। তাকে শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছে।

তিনি জানান, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী শর্তযুক্ত বা শর্তমুক্তভাবে মুক্তি দেওয়া যাবে। এখানে শর্তযুক্তভাবে তাকে সুযোগ দেওয়া হয়েছে। তার মুক্তি বিদেশ পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর যতটুকু করার ছিল, সেটা করেছেন। দ্বিতীয় কিছু করার আর বাকি নেই বলেও বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় কোনো দরখাস্ত একবার নিষ্পত্তি হলে সেই দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ নেই আইনে। তার বিদেশ যাওয়া সংক্রান্ত আবেদনের বিষয়ে মতামত ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত হচ্ছে, ৪০১ ধারার নিষ্পত্তি হওয়া আবেদন পাস্ট অ্যান্ড ক্লস ট্রানজেকশন। এটা খোলার উপায় নেই।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর