আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৩

পাবনার আটঘরিয়া উপজেলায় পাটবীজ উৎপাদন চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার( অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ হয়।  

উপজেলার পাঁচটি ইউনিয়ন একটি পৌরসভা মিলে মোট ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক ছিলেন- জেলার মূখ্য পরিদর্শক হাজ্জাজুর রশিদ, এডিডি রোকনুজ্জামান, আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, উপসহকারী পাট উন্নয়ন অফিসার মো পারভেজ রানা। উপসহকারী কৃষি অফিসার পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেন।

 

এদিকে প্রশিক্ষণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পাটচাষি সমিতির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান। বক্তব্য দেন- পাবনা জেলা পাট উন্নয়ন অফিসার মো. মামুনার রশিদ, বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক বিপ্লব কুমার সেন, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল মৃর্ধা প্রমুখ।

 

বিডি/আফতাব হোসেন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর