এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

রবি
০৪ অক্টোবর ২০২৩

এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছে টাইগারদের। চীনের হাংজুতে পিংফেং ক্যাম্পাস মাঠে আজ বুধবার (৪ অক্টোবর) মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। হার চোখ রাঙালেও বোলিং বীরত্বে দুই রানের জয় তুলে নেয় আফিফ-রিশাদরা।

 

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৬ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১১৪ রানে থামে মালয়েশিয়া।

 

ব্যাট করতে নেমে শুরুতেই রীতিমতো ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। বৈরি আবহাওয়ায় পিচ যেন হয়ে উঠেছে গতির স্বর্গরাজ্য। তিন রান তুলতেই নেই বাংলাদেশের তিন উইকেট। বিজয় উন্নি ও পবনদ্বীপ সিংহের সামনে অসহায় আত্মসমর্পণ করেন টপ অর্ডারের তিন ব্যাটার পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। জাকির ১ রান করলেও বাকি দুজন রানের খাতা খোলার আগেই শেষ!

 

তবে, স্রোতের বিপরীতে অধিনায়ক সাইফ হাসানের ৫২ বলে অপরাজিত ৫০ রান ও আফিফ হোসেনের ১৪ বলে ২৩ রানের ক্যামিওতে বাংলাদেশ পায় লড়াই করার মতো সংগ্রহ।

 

বাংলাদেশের বেধে দেওয়া ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মালয়েশিয়ারও। স্কোরবোর্ডে ১৮ রান উঠতেই নেই তিন উইকেট। এরপর বিরেনদ্বীপ সিংয়ের ৩৯ বলে ৫২ রানের ইনিংসে ভর দিয়ে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল মালয়েশিয়া। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল পাঁচ রান, হাতে তিন উইকেট। সেখান থেকে ম্যাচ বের করে আনেন আফিফ। এক উইকেট নিয়ে দেন মোটে দুই রান। তাতে মালয়েশিয়া থামে ১১৪ রানে। বাংলাদেশ পায় দুই রানের জয়।

 

বল হাতে চার ওভারে ১১ রানে তিন উইকেট পান আফিফ। তিন ওভারে ১৪ রানে রিপন মন্ডলেরও শিকার তিনটি।

 

সংক্ষিপ্ত স্কোর :

 

বাংলাদেশ : ২০ ওভারে ১১৬/৫। (ইমন ০, জয় ০, জাকির ১, সাইফ ৫০*, আফিফ ২৩, শাহাদাত ২১, জাকের ১৪*; পবন ৪-১-১২-২, ৪-০-৪৬-১, বিরান ৪-০-১৩-০, আনোয়ার ৪-০-২৩-১, আমির ৪-০-২২-০)।

 

মালয়েশিয়া : ২০ ওভারে ১১৪/৮। (আজিজ ২০, জুবাইদি ১, আমির ০, ফাইজ ০, বিরান ৫২, বিজয় ১৪, শারভিন ০, আইনুল ১৪, আনোয়ার ১*, ইদ্রুস ১*; রিপন ৩-১-১৪-৩, সাইফ ৪-০-১৭-০, আফিফ ৪-০-১১-৩, রাকিব ৪-০-২৬-১, রিশাদ ৩০-২২-১, সুমন ২-০-২০-০)।

 

ফলাফল : বাংলাদেশ দুই রানে জয়ী।


মন্তব্য
জেলার খবর