ইতালিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন মারা গেছেন। দেশটির ভেনিসের একটি সেতু
থেকে পর্যটকবাহী বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
স্থানীয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি পড়ে যাওয়ার পর এতে
আগুন ধরে যায়।
শহরটির গভর্ণর লুইজি ব্রুনেরো বলেছেন, এ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
আহত আরও ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইতালিয়ান ছাড়াও বিভিন্ন দেশের
নাগরিক রয়েছে।
তিনি আরো বলেন, বাসটি উড়াল সেতু থেকে মেস্ত্রে রেললাইনের কাছে ছিটকে পড়ে।
উড়াল সেতুটি মূল ভূখণ্ডের সঙ্গে ভেনিসকে সংযুক্ত করেছে। এটি একটি ভয়াবহ দৃশ্য, আমি
বাকরুদ্ধ।’ এ ঘটনায় শহরে শোক ঘোষণা করেছেন তিনি।
আহতদের মধ্যে ইউক্রেন, ক্রোয়েশিয়া, জার্মানী ও ফ্রান্সের নাগরিক রয়েছে বলে
জানান আরেক কর্মকর্তা।
চালকের হঠাৎ অসুস্থ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করেছেন দেশটির পরিবহণ
মন্ত্রী মাত্তিও সালভিনি।
আরআই