ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ২৩ ভারতীয় সেনা নিখোঁজ হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয়
রাজ্য সিকিমে রাতভর বৃষ্টির ফলে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ভেসে যায় কয়েকটি সেনা ছাউনি।
ফলে এ নিখোঁজের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এনডিটিভি জানিয়েছে, বুধবার ভোরের বৃষ্টির পর লোনক হ্রদ উপচে হুড়মুড়িয়ে
পানি নেমে আসে তিস্তায়। এর ফলে মুহূর্তে তিস্তায় প্রায় ১৫ থেকে ২০ ফুট পানি বেড়ে যায়।
এর ফলে ভেসে যায় বেশ কয়েকটি সেনা ছাউনি।
নিখোঁজ সেনাদের খুঁজে বের করতে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির
সেনাবাহিনী।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিস্তার উপর একটি ফুটব্রিজ ছিল। পানির তোড়ে সেই
সেতুটিও ভেঙে পড়েছে। এ ছাড়াও তিস্তার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের গোটা লাচেন
উপত্যকা। বহু বাড়ি ভেসে গেছে। সেনা সদস্য ছাড়াও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন ইতিমধ্যেই
নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষ সরাতে শুরু করেছে। সিকিম রাজ্য প্রশাসন মানুষকে তিস্তা
নদী থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
আরআই