মন্তব্য
চার দিনের মাথায় দেশের বাজারে ফের সোনার দাম কমানো হয়েছে। ভরি প্রতি ১ হাজার ১৬৭ টাকা কমেছে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম। নতুন দর বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বুধবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। এর আগে গত ৩০ সেপ্টেম্বর দর কমিয়ে সোনার দাম পূননির্ধারণ করেছিল বাজুস।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট ৯৭ হাজার ৪৪ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।
বিডি/ই/এমকে