বিশ্ব শিক্ষক দিবস আজ। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘The teachers, we
need for the education we want: The global imperative to reverse the teacher
shortage.’ অর্থাৎ ‘আমাদের শিক্ষার জন্য যোগ্য শিক্ষক প্রয়োজন: শিক্ষকের স্বল্পতা কাটানো
সবার দাবি।’
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে ইউনেস্কো
ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দেশের সব নিবেদিতপ্রাণ শিক্ষকদের
জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম ও পরম যত্নে জ্ঞান বিতরণের
মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন ও নৈতিকতা বিকাশের দায়িত্ব কৃতিত্বের
সাথে পালন করেন। এ কৃতিত্ব শুধু শ্রেণিকক্ষেই নয়, বৈশ্বিক মঞ্চেও দৃশ্যমান। শিক্ষকদের
অর্জন ওএবং কৃতিত্ব তাদের নিরলস সাধনার যথার্থ প্রমাণ।
তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে সরকার শিক্ষকদের
জন্য গবেষণা অনুদান এবং বৃত্তি-তহবিল গঠন করেছে। এ উদ্যোগ শিক্ষকদের মর্যাদা উন্নীত
করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে, যোগ
করেন তিনি।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকের মান-মর্যাদা
ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছিলেন। তিনি ১ লাখ ৬৫ হাজার প্রাথমিক
শিক্ষকের চাকরি এবং ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।
আরআই