আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম হস্তান্তর করল রাশিয়া

রবি
০৫ অক্টোবর ২০২৩

আনুষ্ঠনিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার বিকালে ৩টায় হস্তান্তর এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

এর আগে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন পরমাণু বিজ্ঞানী ও প্রকল্প পরিচালক ড. মো: শৌকত আকবর। এরপর পারমাণবিক জ্বালানি উৎপাদন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ব্যাচের হস্তান্তর সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়।

 

বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সস্পর্কের কথা তুলে ধরে রুশ প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক বহু পুরনো। সমতা ও সম্মান এ সম্পর্কের ভিত্তি।

 

রূপপুরের এ যৌথ প্রকল্পের সফল বাস্তবায়নে সবসময় রাশিয়া পাশে থাকবে জানিয়ে পুতিন আরো বলেন, ২০২৪ সালের প্ল্যান্টটির ১ম ইউনিট এবং ২০২৬ সালেই উৎপাদনে আসবে ২য় ইউনিট। সিডিউল অনুযায়ী শেষ হবে এর নির্মাণ কাজ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর