বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু: পুতিন

রবি
০৫ অক্টোবর ২০২৩

বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বলে মন্তব্যে করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। পুতিন বলেছেন, রাশিয়ার পরীক্ষিত বন্ধু বাংলাদেশ। সমতা ও সম্মান এ বন্ধুত্বের ভিত্তি।

 

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।

 

ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

 

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া শুধু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে না, প্রকল্পের পুরো সময়কাল সবধরনের কারিগরি সহযোগিতাও করে যাবে।

 

এর আগে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন পরমাণুবিজ্ঞানী ও প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর।


মন্তব্য
জেলার খবর