সাহিত্যে নোবেল পেলেন জন ফসে

International
০৫ অক্টোবর ২০২৩

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন জন ফসে। তিনি নরওয়ের নাগরিক। বছর সাহিত্যে নোবেল পান ফরাসি লেখক অ্যানি আরনো।

 

বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। পুরস্কার হিসেবে তিনি ১০ মিলিয়ন সু্ইডিস ক্রোনা পাবেন।

 

জন ফসে ১৯৫৯ সালে নরওয়েতে জন্মগ্রহণ করেন। তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের স্বীকৃতি হিসেবে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

 

নোবেল কমিটির চেয়ারম্যান বলেছেন, ফসে তার নরওয়েজিয়ান পটভূমির ভাষা এবং প্রকৃতির মধ্যে একটি শিকড় মিশ্রিত করেন।

 

আরআই


মন্তব্য