জনগণ জানে কী করে স্বৈরাচার সরকারকে সরাতে হয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৩

সরকারকে সংসদ বিলুপ্ত ঘোষণা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- এখনও সময় আছে পদত্যাগ করেন। নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের ব্যবস্থা করেন। অন্যথায় জনগণ জানে- কী করে স্বৈরাচার সরকারকে সরাতে হয়। পদত্যাগ না করলে রাজপথেই ফয়সালা হবে।

বৃহস্পতিবার ( অক্টোবর) কুমিল্লার কালা খন্দকার ফিলিং স্টেশনের সামনে রোড মার্চপূর্ব সমাবেশে এসব কথা বলেন। সরকার পতনের এক দফার দাবিতে রোড মার্চ  কর্মসূচি পালন করছে বিএনপি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাজপথ শান্তিপূর্ণভাবে দখলে রাখতে হবে। ভবিষ্যতে বাঁচতে চাইলে, দেশকে রক্ষা করতে চাইলে এর কোনো বিকল্প নেই। জগদ্দল সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই। আসুন, সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।

কুমিল্লা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রমুখ।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর