বিএনপি- জামায়াত জোট সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে হওয়া মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে সেটা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরে শহীদ ডা, জিকরুল হক রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠেনে স্থানীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, কোষাধক্ষ্য আবিদ হোসেন লাড্ডান, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক আবু সরকার, কাশিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান চৌধুরী, আমজাদ হোসেন টিটু, কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, ছাত্রদলের সভাপতি আরমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি, যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, সদস্য সচিব রেজওয়ান আকতার পাপ্পু, হাজী গুড্ড, জাকির হোসেন মেনন প্রমুখ।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে