মন্তব্য
নাশকতার উদ্দেশ্যে একত্রিত হওয়ার অভিযোগে নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন - জলঢাকা উপজেলা জামায়াতের আমির ও দক্ষিণ দেশিবাই কাচারী পাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান এবং জামায়াতেরে রোকন পশ্চিম খুটামারা গ্রামের মমিনটুলি গ্রামের রশিদুল ইসলামের ছেলে মশিউর রহমান।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫—ডি ধারায় মামলা হয়েছে। তার আগে বুধবার তাদের আটক করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে