নীলফামারীর জলঢাকায় জামায়াতের দুই নেতা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩

নাশকতার উদ্দেশ্যে একত্রিত হওয়ার অভিযোগে নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন - জলঢাকা উপজেলা জামায়াতের আমির দক্ষিণ দেশিবাই কাচারী পাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান এবং জামায়াতেরে রোকন পশ্চিম খুটামারা গ্রামের মমিনটুলি গ্রামের রশিদুল ইসলামের ছেলে মশিউর রহমান।

বৃহস্পতিবার ( অক্টোবর) তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫()/২৫ডি ধারায় মামলা হয়েছে। তার আগে বুধবার তাদের আটক করা হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর