দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও গৃহবধূ নিহত

১৪ মার্চ ২০২১

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ে পৃথক সড়ক দূর্ঘটনায় হাফিজিয়া মাদ্রাসার দৃষ্টি প্রতিবন্ধী এক শিক্ষার্থী ও এক গৃহবধূ  ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন ৩ জন। রোববার (১৪ মার্চ) বিকালে  তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নিজবাড়ী  মহাসড়কে মাদ্রার এলাকায় ও বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের ওয়াই মোড়ে দূর্ঘটনা দুটি ঘটে।

 

নিহতরা হচ্ছেন- পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী গাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে তাজুল ইসলাম (৩০) ও বোদা উপজেলার  মীরপাড়া গ্রামের রইসুল করিমের স্ত্রী সুফিয়া খাতুন (৫০)। আহতরা হচ্ছেন-  সুফিয়া খাতুনের স্বামী রইসুল করিম (৭০), অটোবাইক চালক জসিম উদ্দিন (৪০), অটোবাইক যাত্রী দুলাল সরকার (৫০)। তাজুল ইসলাম চট্রগ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয়রা জানায়, মাদ্রার সামনে মহাসড়কের কিছুটা দূরে মাটির রাস্তা দিয়ে যাচ্ছিল তাজুল ইসলাম। এই সময়  একটি দ্রুতগামী ট্রাক সড়ক থেকে সরে গিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা  দূর্ঘটনার পরপরই  মহাসড়ক অবরোধ করে। দুর্ঘটনার আগে তার শিক্ষকসহ পরিচিতদের সঙ্গে সাক্ষাত করতে এসেছিলেন তাজুল ইসলাম।

 

অন্যদিকে বালুবাহী ট্রাক্টর ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে সুপিয়া খাতুন মারা যায়, তিনজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আজম ও বোদা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর