নতুন এক উচ্চতায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৩

একের পর এক মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। এসব প্রকল্পের একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিকভাবে পারমাণবিক স্থাপনার স্বীকৃতি পাওয়া এ কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। সেই সঙ্গে পারমাণবিক ক্লাবে স্থান পাওয়ায় নতুন এক উচ্চতায় পৌঁছে গেল লাল-সবুজের পতাকা

এদিকে এ কেন্দ্রের ক্ষতিকর দিক তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ইউরোনিয়াম হচ্ছে ভয়ংকর ভয়াবহ কেমিক্যাল। এ কেমিক্যাল ব্লাস্ট হলে মাইলের পর মাইল ধবংস হয়ে যায়। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্মের ওপর বিরূপ প্রভাব পড়ে, মানুষ ক্ষতির মুখে পড়ে। অথচ কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা না রেখে এ প্রকল্প করা হয়েছে।

ওদিকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কাছে ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন বলেন,  এ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সফল হব আমরা

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ বলেন, বিদ্যুৎকেন্দ্রের জীবনকাল ১০০ বছর। ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এ কেন্দ্রে।




বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর