সিরিয়ার একটি সামরিক ঘাটিতে ড্রোন হামলার ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির হোমস অঞ্চলে সংঘটিত এ হামলায় আরো ১৪০ জন আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক
নজরদারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে বলে দাবি বিবিসির।
বিবিসি জানায়, একাডেমিতে একটি স্নাতক সমাবর্তন চলাকালে বিস্ফোরকবাহী একাধিক
ড্রোন আঘাত করে। এতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন বেসামরিক রয়েছেন। তবে হামলায়
নিহতদের মধ্যে বেশিরভাগ সেনাবাহিনীর সদস্য। বেসামরিক নিহতদের মধ্যে এক সেনা কর্মকর্তার
সন্তান ও এক নারী রয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অনুষ্ঠানে অংশ গ্রহণ করলেও হামলার
কয়েক মিনিট আগে তিনি চলে যান।
হোমসের উত্তর-পশ্চিমের বিরোধী নিয়ন্ত্রিত এলাকা থেকে ড্রোন হামলা চালানো
হয়েছে বলে দাবি করা হচ্ছে।
সেনাবাহিনী এক বিবৃতি জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একাধিক ড্রোন দিয়ে হোমস
সামরিক একাডেমিতে হামলা চালানো হয়েছে। দুপুরের পর সমাবর্তন শেষ হওয়ার পরপর এ হামলা
চালানো হয়।
এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
আরআই