মিডিয়ায় কথা বলার নির্দেশনা দিল বিসিবি

রবি
০৬ অক্টোবর ২০২৩

দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়াতে শুরু করেছে ওয়ানডে বিশ্বকাপ। প্রথম ম্যাচে মাঠে নামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

এ বিষয়ে বৃহস্পতিবার কথা বলেছেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া থেকে দূরে থাকার কথা জানান তিনি।

 

সুজন বলেন, ‘আমার মনে হয় মনযোগটা ক্রিকেটেই থাকুক। অনেক সময় দেখা যায়, একটা ইন্টারভিউ থেকে কাটা-কাটা শিরোনামে এমন সব নিউজ হয়, সবাই এতে বিব্রত হয়। যেহেতু, আমাদের ফোকাসটা খেলার দিকে, সেদিকেই মনযোগ দেওয়া উচিত। এতে করে খেলোয়াড়দের মানসিক দিকটাও ঠিক থাকবে।



সুজন বলেন, ‘আমরা চাইব যতটুকু তথ্য প্রয়োজন আপনাদের দিতে। সেজন্য আমরা চাই, দলের জন্য সহজ হয় একটা করে ইন্টারভিউ দেওয়া। সেটা ম্যাচের আগের দিন অধিনায়ক বা দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড় অথবা যেই হোক, আমরা একজনকেই সেভাবেই কথা বলতে দেব।

 

আরআই


মন্তব্য
জেলার খবর