আধুনিক প্রযুক্তি সম্পন্ন থার্ড টার্মিনাল উদ্বোধন কাল

রবি
০৬ অক্টোবর ২০২৩

উদ্বোধনের জন্য তৈরি হয়েছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সর্বাধুনিক সেবা দিতে সক্ষম এ টার্মিনাল আগামীকাল শনিবার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। তবে যাত্রী চলাচলের জন্য এখনই টার্মিনালটি উপযুক্ত হবে না। লাগবে আরও এক বছর।

 

এ টার্মিনাল চালু হলে সহজ ও স্বল্প সময়েই ইমিগ্রেশন করতে পারবেন যাত্রীরা। দেশে প্রথম অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।

 

এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলছেন, প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের কাছে গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন তুলে ধরার প্রথম দৃশ্যপট হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

 

তিনি বলেন, প্রবাসীরা যখন বিদেশে যান, এমন উন্নতমানের প্রযুক্তি দেখে, সেবা পায়। তখন আমাদের দেশের অবস্থা দেখে আফসোস করতেন আর আমাকে বলতেন স্যার, আমাদের দেশে এমন কবে হবে। যখন আমাদের দেশে এমন কিছু হয়, তখন ওরা ওই দেশের সহকর্মীদের গর্ব করে বলে আমাদের দেশেও এমন একটা হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর