চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামের আলোচিত ‘লেডি গ্যাং লিডার’ তাহমিনা সিমিকে তিন দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। রোববার (১৪ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে তিন দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করা হয়। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে সিমি ও সামি নামের এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা করেন ওয়াসিফা চৌধুরী অর্না। মামলার বাদিকে মারধর ও মারধরের ঘটনা ভিডিও ধারণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় মামলাটি করা হয়।
এদিকে সিমিকে পুলিশ আটক করতে পারলেও এখনও অধরা রয়েছে সামি। পুলিশ বলছে, সামি হচ্ছে সিমির বয়ফ্রেণ্ড। ভিডিওতে দেখা গেছে, ওই তরুণই ভিকটিমকে মারধর করছিলেন বেশি।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমা বলেন, ভিডিও ভাইরালের পরের দিন দুপুরে সিমিকে আটক করা হয়। রাতে তাকে ও তার বয়ফ্রেন্ডকে আসামি করে মামলা হয়। তার বয়ফ্রেন্ড ঘটনার পর থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।
অন্যদিকে ভিডিওতে দেখা যায়- নেভাল এলাকায় এক তরুণীকে বেধড়ক চড় থাপ্পড় দিচ্ছে সিমি ও তার এক সহযোগী। ওই সময় সিমিকে বলতে শোনা যায়, ‘তুই আমাকে চিনস? আমি বললে, এখান থেকে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না।’
প্রসঙ্গত, গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে বেধড়ক মারধর করেছিল সিমি ও তার গ্রুপ। পরে ওই তরুণীর করা মামলার গত ২৭ আগস্ট দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন সিমি।
ডিকেটি/এমকে