জাতিসংঘে সক্রিয় অংশগ্রহণের মধ্যদিয়ে বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান সদৃঢ় হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সামগ্রিক বিবেচনায় এবারের অধিবেশনে অংশগ্রহণ অত্যন্ত সফল হয়েছে। সফরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, সফরে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দেশে ফিরেছন প্রধানমন্ত্রী। এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
বিডি/এন/এমকে