আশ্বিনের শেষে এমন বৃষ্টির কথা হয়ত কেউই ভাবেননি। গত কয়েক দিন ধরে চলছে
টানা বৃষ্টি। তলিয়ে গেছে দেশের নিম্নাঞ্চল। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এরই মধ্যে
আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে শুক্রবার বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে। কিশোরগঞ্জের নিকলীতে
৪৭৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলতি বছরের রেকর্ড অনুযায়ী নিকলীর
৪৭৮ মিলিমিটার বৃষ্টিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে ৫০০ মিলিমিটারও বৃষ্টি হয়েছে। তার
মতে, মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া এ বৃষ্টি চলবে শনিবার দুপুর পর্যন্ত। এরপর ধীরে
ধীরে তা কমে আসতে পারে।
আবহাওয়া দফতরের তথ্যমতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে
অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম
পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি
বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস বলছে, শনিবার ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে
ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া অফিসের
পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরআই