বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের ধর্মশালার হিমাচল
প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তানকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট ৫৮ রান সংগ্রহ করেছে তারা। একমাত্র উইকেটটি নিয়েছেন
সাকিব আল হাসান।
ধর্মশালার পিচ বরাবরই পেসবান্ধব। এখানে শুরুর দিকে উইকেটে পেস থাকে যথেষ্ট।
মাজের ওভারগুলোতে কিছুটা সুবিধা পান স্পিনাররা। তবে, গতির কথা মাথায় রেখে একাদশে তিন
পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
ম্যাচের আগে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন,
’সবাই তো বিশ্বকাপ জিততেই চায়। কিন্তু, বাস্তবতা ভিন্ন। আমরা যদি গ্রুপ পর্বে চার-পাঁচটি
ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। আমাদের প্রাথমিক লক্ষ্য
সেমিফাইনাল। আমার মনে হয়, সেমিতে ওঠার মতো যথেষ্ট ভালো দল রয়েছে আমাদের। তারা সেটি
করতে পারবে।’
আরআই